ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৯৫৩

৩২ ওভারে ২০০ রান করেছে বাংলাদেশ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৫ ২ জুন ২০১৯  

৩২ ওভারেই ২০০ রান করেছে বাংলাদেশ। দুই সাবেক অধিনায়ক তাদের অভিজ্ঞতা দিয়ে দলকে নিশ্চিত বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাত্র ৯৫ বলে দুজন শতরানের জুটি গড়েন। দারুন ব্যাটিংয়ে অসিদের বোলাররা পাত্তাই পায়নি। 
দুই সাবেক অধিনায়ক তাদের অভিজ্ঞতা দিয়ে দলকে নিশ্চিত বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাত্র ৯৫ বলে দুজন শতরানের জুটি গড়েন। দারুন ব্যাটিংয়ে অসিদের বোলাররা পাত্তাই পায়নি। সাকিব ৬৪ আর মুশফিকুর রহিম ৬৬ রানে অপরাজিত আছেন। 

 

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে টাইগাররা। ৭ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ১৫০।

শুরুটা ধীরেসুস্থেই করেছে বাংলাদেশ। প্রথম ওভারে লুঙ্গি এনডিডিকে একটি চার মারার পরও প্রথম ৩ ওভারে এসেছে মাত্র ৯ রান। চতুর্থ ওভারেও এল মাত্র ৫ রান। পঞ্চম ওভারে সাহসী হওয়ার প্রয়াস দেখালেন সৌম্য। ভাগ্যও তাই হাত বাড়িয়ে দিল। মিড অন দিয়ে দুইটি পুল মেরে দুই চার পেয়েছেন সৌম্য। শেষ বলে দুই স্লিপের মাঝ দিয়ে যাওয়া ক্যাচটি ধরার চেষ্টা করেননি ডু প্লেসি ও মার্করাম। ওই ওভারে তিন চারসহ এল ১৪ রান।


পরের ওভারে রাবাদা ওয়াইডে দিলেন পাঁচ রান। তামিমও একটি চার মেরে প্রথমবারের মতো রানরেট ৬ পার করলেন। পরের ওভারে এনডিডিকে পর পর দুই চার মারলেন। পঞ্চম বলে মেজাজ হারিয়ে এনডিডি বল ছুড়ে মারলেন তামিমের দিকে। পরের বলে জবাবটা চার মেরেই দিলেন তামিম। মাত্র ৭ ওভারেই ৫০ রান করে বাংলাদেশ।
নবম ওভারে আন্দিলে ফিকোয়াও তাঁর দ্বিতীয় বলেই উইকেট রক্ষকের কাছে ক্যাচ দিয়ে ফিরলেন তামিম। থামল ৬০ রানের উদ্বোধনী জুটি। ২৯ বলে ২ চারে ১৬ রান করে ফিরেছেন তামিম। পাল্টা আক্রমণে দারুণ খেলতে থাকা সৌম্য ফিরেছেন উইকেটের পেছনে ডি ককের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে। ৭৫ রানে দুই ওপেনারকে হারানোর পর দ্রুতই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব-মুশফিক ধাক্কাটা সামলে নিয়েছেন।
সাকিব ৬৪ আর মুশফিকুর রহিম ৬৬ রানে অপরাজিত আছেন।  এর আগে ৩০ বলে ৪২ করে ফিরে গেছেন সৌম্য সরকার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর